শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

আমিরাতে বাংলাদেশ মিশনের মাতৃভাষা দিবস পালন

মামুনুর রশিদ,সংযুক্ত আরব আমিরাত:
  • আপলোডের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতরা ষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে আমিরাতের স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এ সময় উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা।

এছাড়াও পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে- দুবাই বাংলাদেশ কনস্যুলেট,বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই,বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই,বাংলাদেশ প্রেসক্লাব ইউএই, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ ও নাসিরিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আজমান, বৃহত্তর ফরিদপুর সমিতির ,চট্টগ্রাম সমিতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশন, বরিশাল বিভাগ কল্যান পরিসধ ,বিজনেস ফোরাম আজমান, আজমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখা, রাস-আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ, বাংলাদেশী লেডিস ক্লাব ইউএই, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, শিল্পী সমিতি, হাটহাজারী সমিতি ইউএই-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
উল্লেখ্য,  ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক,সালাম, বরকত,সফিউর জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..