রবিবার, ১২ মে ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লোহাগড়ায় শোক আর শ্রদ্ধায় সাবেক চেয়ারম্যানের চির বিদায়  সাতক্ষীরা জেলায় নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম উজ্জলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ সিংড়ায় হজ্ব গমনে ইচ্ছুক হাজীদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার বিতরণ  কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন ও শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান লোহাগড়ায় নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতি রাশিদুল বাশার ডলারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল লোহাগড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুন্সী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত  মিল্টন ব্লেড-ছুরি দিয়ে নিজেই অপারেশন করতেন, তথ্য জানালো ডিবি মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ 

হাজারো নেতা-কর্মীর মিছিল নিয়ে শোক সভায় যুবলীগের ওসমান গনি রাসেল

কর্ণফুলী প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা এজে ডিগ্রী কলেজ মাঠে দক্ষিণ জেলা যুবলীগের আয়োজিত বঙ্গবঙ্গু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকসভায় হাজারো নেতা-কর্মীর মিছিলসহ অংশ নিয়েছেন দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এএইচ. এম ওসমান গনি রাসেল।

শনিবার বিকেলে উপজেলার ক্রসিং এলাকা থেকে মিছিল নিয়ে কলেজ বাজার হয়ে জনসভাস্থলে আসেন।

এ সময় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে স্বাগত জানিয়ে মুহুর্মুহু স্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারীরা। মিছিলের অগ্রভাগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিসহ যুবলীগ নেতাদের ছবিসহ ব্যানার।

দক্ষিণ জেলা যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এএইচ. এম ওসমান গনি রাসেল বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়কে স্বাগত জানাতে মিছিল সহকারে জনসভায় যোগ দিয়েছি আমরা। আমাদের মিছিলে যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সফল ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপিকে আবারো নৌকা প্রতীকে নির্বাচিত করার জন্য যুবলীগ প্রস্তুত।

স্মরণকালের সবচেয়ে বড় এ শোক সভায় লাখো নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়। শিকলবাহাসহ বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রচার করা হয় ভূমিমন্ত্রীর ভাষণ।

দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ‘বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় এসে গণতন্ত্রকে ধ্বংস করেছে। ক্ষমতায় থাকতে লুট করে খেয়েছে, আর এখন ক্ষমতার বাইরে থেকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এখন তারাই গনতন্ত্র নিয়ে কথা বলে। গণতন্ত্রের মুখোশদারীদের রাজপথে প্রতিরোধ করতে হব।’

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকার উড়ে আসেনি ধাক্কা দিলে পড়ে যাবে। আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে এসেছে। আন্দোলনের আমাদের দেখিয়ে কোনো লাভ নেই। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ শান্তিতে থাকবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে-ঘরে পৌঁছে দিতে হবে আমাদের। আমরা ক্ষমতায় না গিয়ে ঘরে ফিরব না, লড়াই চলবে।’

সাধারণ সম্পাদক বোয়ালখালীর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাতকানিয়া-লোহাগড়া আসনের সংসদ সদস্য প্রফেসর আবু রেজা মু. নেজাম উদ্দিন নদভী, প্রধান বক্তা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ। সভায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরীসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মীরা।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..