বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত- ৩

উখিয়া প্রতিনিধি তারেকুল রহমান
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় কাভার্ড ভ্যান ও ছারপোকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ২জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল ১৫ মার্চ (বুধবার) রাত ৮টার দিকে উখিয়া উপজেলার বালুখালী টিভি টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত যুবক থাইংখালী তাজনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া (৩০)। তিনি ছারপোকা ড্রাইভার হিসেবে ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এদিকে, একই রাত সাড়ে ৯টার দিকে একই জায়গায় একটি এম্বুল্যান্স উল্টে আরও ২জন নিহত হয়েছে। গতকাল রাতে এই রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি। তবে এখানে নিহত ২জনই রোহিঙ্গা। তার মধ্যে রয়েছে একটি শিশু যার বয়স (১দিন), অপর জনও রোহিঙ্গা (অজ্ঞাত) (২৮/৩০) হবে।

এমন তথ্য নিশ্চিত করেছেন উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম । তিনি বলেন, টেকনাফমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ঢালু দিয়ে নামার সময় বিপরীতমুখী মালবাহী একটি ছারপোকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা তিনজনকে উদ্ধার করে এমএসএফ হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান। ঘটনার দেড় ঘন্টা পর এম্বুলেন্স উল্টে একই জায়গায় আরও একজন নিহতের খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে কথা বলে আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..