পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০০ গ্রাম গাজাঁসহ মোঃ মিরাজ হাওলাদার (২৯) ও মোঃ নিশাদ ফরাজী (২৮) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড ভূঁইয়ার হাওলা গ্রামের মোঃ আবুল হোসেন হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার ও ০৪নং ওয়ার্ড হরিদ্রাখালী গ্রামের মোঃ ফারুক ফরাজীর ছেলে নিশাদ ফরাজী। শনিবার বিকাল ৫টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ভূঁইয়ার হাওলা গ্রাম ও হরিদ্রাখালী গ্রামে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ রেজাউল হোসেন ও এএসআই মোঃ আব্বাস উদ্দিন এর নের্তৃত্বে পুলিশের একটি টিম নিয়ে অভিযান চালিয়ে মিরাজ হাওলাদার ও নিশাদ ফরাজী নামের দুই জনকে গাজাঁসহ গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।