শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

জাজিরায় পতিত জমি ব্যবহারের লক্ষ্যে কৃষি উপকরণ বিতরণ।

নাদিম শিকদার (জাজিরা উপজেলা
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

জাজিরায় কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠান ও বসতবাড়ীর আশপাশে পড়ে থাকা পতিত জমিকে চাষের আওতায় আনার উদ্দেশ্যে সার, বীজ, ঝাজরি, ফলের চারা ও নেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯-মার্চ) উপজেলা পরিষদ ক্যাম্পাসে ইনফাপ প্রকল্পের আওতায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে ৯৭’জন কৃষক সহ ২৬’টি প্রাথমিক বিদ্যালয় ও ৮’টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে এসব কৃষিপণ্য বিতরণ করা হয়।

কৃষিপণ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপসহকারী কৃষি কর্মকর্তারা।

কৃষিপণ্য বিতরণ শেষে কৃষি অফিসার মোঃ জামাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি ইঞ্চি জায়গা আবাদযোগ্য করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকের বাড়ির পতিত জমিকে চাষের আওতায় আনতে আমাদের এই প্রচেষ্টা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, অধিক পরিমানে ফসল উৎপাদনে মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে কৃষি বিভাগের মত অন্যান্য প্রতিষ্ঠান গুলোকেও এগিয়ে আসতে হবে। নিজেদের পতিত জমি চাষের আওতায় আনতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

উল্লেখ্য, ইফনাপ প্রকল্প সহ অন্যান্য কর্মসূচির মাধ্যমে জাজিরাতে চলতি অর্থবছরে ৬’শ ৯৩ হেক্টর জমিতে বিভিন্ন ফসল ও শাকসবজি আবাদ করা সম্ভব হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..