রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের বিচার চান রিজভী লোহাগড়ায় তিলক্ষেত থেকে প’চা-গ’লা অবস্থায় মহিলার লা’শ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের ২১ সদস্যদের নির্বাহী কমিটি গঠন :

মোঃ নাদিম হোসেন(জাজিরা, প্রতিনিধি ,শরীয়তপুর
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের ২১ সদস্যদের নির্বাহী কমিটি গঠন :সভাপতি: জনাব মোঃমোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক : জনাব মোঃতোফাজ্জল হোসেন তোতা।
জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে একুশ (২১) সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের আহ্বায়ক ডি.এম. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারীরা এই নির্বাহী কমিটি তে স্থান পেয়েছেন।
০১। সভাপতি : জনাব মোঃ মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী অফিস ০২। সিনিয়র সহ- সভাপতি :জনাব মোঃআঃ সালাম মিয়া,০৩।সহ- সভাপতি : জনাব মোঃমোজাম্মেল হক,০৪। সাধারণ সম্পাদক :জনাব মোঃতোফাজ্জল হোসেন তোতা,০৫। যুগ্ম সাধারণ সম্পাদক : জনাব অলিউল ইসলাম শামীম, ০৬।সাংগঠনিক সম্পাদক : জনাব মোঃ ফয়সাল আহমেদ, ০৭।সহ- সাংগঠনিক সম্পাদক : জনাব জাহিদুল রহমান রাজা মিয়া,০৮।কোষাধ্যক্ষ :জনাব মোঃ আলী হায়দার, ০৯। দপ্তর সম্পাদক :জনাব মোঃসাগর মিয়া,১০।সহ-দপ্তর সম্পাদক : জনাব মোঃআঃলতিফ মিয়া,১১।ক্রীড়া সম্পাদক : জনাব মোঃইমরান হোসেন,১২।সহ ক্রীড়া সম্পাদক : জনাব মোঃ ফারুক মাদবর,১৩।ধর্ম বিষয়ক সম্পাদক :জনাব মোঃ আবু নাঈম,১৪। প্রচার সম্পাদক : জনাব বিপ্লব মিত্র,১৫।সমাজ কল্যান বিষয়ক সম্পাদক :জনাব মোঃ মনিরুজ্জামান, ১৬।নাট্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক : জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন,১৭।সহ- নাট্য ও সংস্কৃতি বিষয়ক:জনাব মোঃ জাকির হোসেন মাঝী,১৮।মহিলা বিষয়ক সম্পাদক : জনাব মোসাঃ বকুল আক্তার এবং সম্মানিত সদস্য০৩ জন : জনাব মোঃ আবুল বাশার মিয়া,জনাব মোঃরবিউল আলম,জনাব মোঃআনিছুর রহমান।
উক্ত কমিটি আগামী ০২(দুই) বছরের জন্য গঠন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..