শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাইকগাছায় অভিনব কায়দায় গাঁজা বহনকালে মহিলা আটক- ১ নড়াইলের পানচাষী কার্তিকের স্বপ্ন পুড়ে ছাই  এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪’ পেলেন ৫ কৃতিমান লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবির হলে মাদক বানিজ্য সিংড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১৩টি দোকান ভূস্মীভূত  লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট, ভয় আর আতঙ্কে গ্রামছাড়া মানুষ  পাইকগাছায় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা  মাটির নিচে পালিয়ে থাকলেও খুঁজে বের করে বিচারের জায়গায় আনা হবে ইনশাআল্লাহ্ -মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান মুরাদনগর উপজেলায় ২’শত ফুট লম্বা বাশেঁ সাকোঁ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছে ২০ গ্রামের লক্ষাধীক মানুষ। নেত্রকোণায় বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায়

ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতির মেজবান অনুষ্ঠিত।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতির উদ্যোগে ঐতিহ্যবাহী ‘মেজবান ও মিলনমেলা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজন করে
ম্যানচেস্টার সিটি চট্টগ্রাম সমিতি। মেজবানে চট্টগ্রামবাসীর মিলন মেলায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ম্যানচেস্টার সিটিতে এই আয়োজন অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী আয়োজনে আমিনুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে সংগঠনের সেক্রেটারী ইব্রাহিম খলিল ইবুর (আনোয়ারা) সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির চেয়ারম্যন মোঃ নাছের (আগ্রবাদ)। অনুষ্ঠানের শুরুতে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্বরণে ২মিঃ নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামের ৮জন মুরব্বকীকে বিশেষ সম্মানা ক্রেস্ট দেওয়া হয়। এসময় বক্তব্য রাখেন, মোঃ নাসিরুল আলম (পতেঙ্গা), মোঃ জাবেদ ঊদ্দিন, মোঃ সখায়রুজামান যাদু (হালিশহর), শোয়েব মাহমুদ জগনু (পটিয়া)।

অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সভাপতি ওয়াচ কামালী, ম্যানচেস্টার সিটি শাহ- জালাল মসজিদের চেয়ারম্যন আসিক মিয়া সিজিল, ইংল্যান্ডে চাটগাঁইয়া প্রথম কাউন্সিলার ফিরোজগনি,
মিডিয়া ব্যক্তিত্ব নুরুন নবী আলী, ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, রাজ্জাকুল হায়দার বাপ্পী,
রোচে আনচা, রুবি বেগম, আরিফ সোবহান ফাহিম, ওসমান ফয়সাল, নটিংকু চৌধুরী
আনন্দ বড়ুয়া। এছাড়াও ম্যানচেসটার চট্টগ্রাম সমিতির সকল সদস্য ও ম্যানচেস্টারে বসবাসরত সকল চাটগাইয়াবাসী উপস্তিত ছিলেন।

অনুষ্ঠানে সিরিয়া এবং তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ফান্ডরাইজিন করা হয়। অনুষ্ঠানের সমাপনী দিবসে প্রবাসীদের শান্তি কামনায় চট্টগ্রাম সমিতির সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন আল জামেয়াতুল ইসলামিয়া আল আরাবিয়া মোজাহেরুল উলুম চট্টগ্রাম মাদ্রাসার বর্তমান মহাপরিচালক মওলানা লোকমান হাকিম।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..