দোয়ারাবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাজাসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের প্রত্যেককে ১ মাসের জেল ও ২ শত টাকা করে জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর গ্রামের কালা মিয়ার পুত্র নিজাম উদ্দিন, মামনপুর গ্রামের এরশাদ আলীর পুত্র মনোয়ার হোসেন, গ্রীস নগর গ্রামের লাল মিয়ার পুত্র মানিক মিয়া, সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের গোলপর আলীর পুত্র মাসুক মিয়াকে ৫ শত টাকা জরিমানা ও ৩ দিনের জেল দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার সুরমা ইউনিয়নের বরকতনগর (মামনপুর) গ্রামের মনির মিয়ার বাড়ি থেকে অভিযান পরিচালনা করে তিন জনকে আটক করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.আনোয়ার হোসেন ভূইয়া, উপ পরিদর্শক জুয়েল মিয়া,এ এস আই মোহাম্মদ ছালা উদ্দিন,কনস্টেবল টিপু কুমার চন্দ্র, মো. ময়নুল ইসলাম, মো. মুত্তাকিন আহমদ,রাজেন্দ্র সরকার অমিত।