বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি নেত্রকোনা–৪ আসনে নায়েকপুর ও তিয়শ্রীতে বিএনপির প্রচারণা তাহমিনা জামান শ্রাবণীর কলেজে যাওয়ার কথা বলে আত্মগোপন, মুক্তিপণ নাটক সাজিয়ে ধরা পড়ল তরুণ একটি মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-তারেক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি… নির্বাচনে তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি নড়াইলে সভাপতি সম্পাদক পদের ৬ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার মদনে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী- তাহমিনা

বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব

মো. মোস্তাফিজুর রহমান (বাপ্পি), বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288

 

বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণিল আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাঞ্ছারামপুর মডেল সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ফয়সল আহমেদ খান ও সহ-সভাপতি আলমগীর হোসেন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেলায় মোট ১২টি স্টলে হরেক রকমের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়। এর মধ্যে ছিল ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, পুলিপিঠা, তেলপিঠা, কুশলি, তারা, জামাই, রস, খেজুর, মাংস, মাছ, মোমো, ঝাল, লাভ, বকুল পিঠাসহ নানা ধরনের দেশীয় পিঠা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
পিঠা উৎসব শেষে নবীন বরণ অনুষ্ঠান, বিভিন্ন শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পায়। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বিদ্যালয়ের ধারাবাহিকভাবে ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..