মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আনন্দঘন জমকালো আয়োজনে ভোলা জেলা ছাত্র কল্যাণ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন গাজী জসীম উদ্দিন। সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবক গ্রেপ্তার সাংবাদিকদের সম্মানে রায়পুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত রাঙ্গাবালীতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল রাজধানীর সাত কলেজের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা: ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কোপানো সেই যুবদল নেতা বহিস্কার শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: নামকরণের প্রত্যাশায় শিক্ষার্থীরা। জামায়াতে ইসলামীর “কর্মী শিক্ষা শিবির” অনুষ্ঠিত।

শ্রীপুরে ট্রাকের ধাক্কায় বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু!

চঞ্চল মিয়া (শ্রীপুর প্রতিনিধি,গাজীপুর)
  • আপলোডের সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

গাজীপুরের শ্রীপুরে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোহাম্মদ মোকলেছুর রহমান (৪৫) ও ফয়সাল আহম্মেদ (১১) দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছেলে ফয়সালকে সঙ্গে নিয়ে কারখানা শ্রমিক মোকলেছুর মোটরসাইকেল যোগে জৈনা বাজার থেকে বাসায় ফিরছিলেন । ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকার ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মোকলেছুর ও তার ছেলে।
মাথায় মারাত্মক আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় আর তার ছেলে হাত ও পা ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় ছেলে ফয়সালকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহত শিশুকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। ট্রাক চলককে আটক করা হয়। ” জানা যায়, আটক ট্রাকচালক আনিছুর রহমান (৩৫) টাঙ্গাইলের ঘাটাইল থানাধীন সিঙ্গুরিয়া এলাকার চাঁন মিয়ার ছেলে।

জানা যায়, নিহত মোহাম্মদ মোকলেছুর রহমান পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার জয়গঞ্জ গ্রামের মো: মফিজুল হকের ছেলে । সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং তার ছেলে ফয়সাল স্থানীয় ফরিদপুর মডেল স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত। পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যুতে মোকলেছুরের গ্রামের বাড়ি জয়গঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..