রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

জনমত জরিপে বাউরা ইউনিয়নে এগিয়ে আছে নৌকা

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

লালামনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নির্বাচন ১৫ জুন । এ ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। ঝড় বৃস্টি মাথায় নিয়ে অলিতে গলিতে চলছে প্রচার-প্রচারণা, চলেছিলো উঠান বৈঠক। প্রার্থীরা গভীর রাত পর্যন্ত ভোটার দাড়স্হ হচ্ছে। মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নৌকা সহ অন্যান্য প্রার্থীরা। মোটরসাইকেল,চশমা, টেলিফোন, ঘোড়া, আনারসের প্রার্থীরা ও আওয়ামীলীগের নেতা কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন । জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, যুবমহিলালীগ, সহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরাও ভোট চাচ্ছেন।
গত তিনদিন বিভিন্ন স্হানীয় সুধীজনের সাথে নির্বাচনী হালজানতে চাইলে ও জনমত জরিপে জানা গেছে নৌকার প্রার্থী মাঠ পর্যায়ে উঠান বৈঠক, লিফলেট, মাইকিং, মিছিল করতে যতটা দেখেছেন ততটা বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে চোখে পড়েনি।পক্ষান্তরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল সহ ৬ জন প্রতিদন্ধী প্রার্থীরা নির্বাচনে অংশ নিলেও বিভিন্ন এলাকায় পোস্টার,উঠোন বৈঠক সহ ভোটারদের ঘরে ঘরে পৌছাতে পারেনি । নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা রাবিউল হক মিরন বলেন- আমরা বাড়িবাড়ি গিয়ে ভোট চাচ্ছি, উঠান বৈঠক সহ মাইকিং চালিয়েছি, আল্লাহর হুকুম থাকলে বিজয় পাব ইনশাআল্লাহ। তবে আপাতত আমি মনে করছি নৌকার বিজয় হবে । বাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান মিঠু বলেন, প্রধানমন্ত্রীর মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমাদের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছে, দলীয় বিদ্রোহী প্রার্থীদের সম্পর্কে বলেন- তারা মাঠে নেই, তাদের কোন মিটিং মিছিল,প্রচার গন সংযোগ দেখছি না। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সন্জয় কর বাপ্পা বলেন, আমার ইউনিয়নে এ বছর ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে, আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা যে ভাবে ভোটের জাগরন উঠেছে ১৫তারিখে অবাধ ও সুস্ঠু নির্বাচন হলে ৮০% ভোট পেয়ে নির্বাচিত হবে নৌকা ।
উপজেলার বাউরা ইউনিয়নে ৭ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছে রাবিউল হক মিরন (নৌকা)
হাবিবুল হক বসুনিয়া(মোটর সাইকেল)
আবুল হোসেন (টেলিফোন) সামসুল হক(চশমা)
নয়ন বসুনিয়া (ঘোড়া)
আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল(আনারস)
সুমন বসুনিয়া( পোষ্টার পাওয়া যায় নাই )।
পাটগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম বলেন, বাঊরা ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে এবং সুস্ঠু শান্তি পূর্ন ভাবে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..