বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন , ই-পেপার

পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুন, ২০২২

মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ আছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখন সেখানে আগুন নেভাতে কাজ করছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টায় কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগিও। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি। সবচেয়ে স্বস্তির ব্যাপার হচ্ছে এখানে কেউ হতাহত হননি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..