বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন , ই-পেপার

মাশরাফি বিন মুর্তজা এমপি, দুর্ঘটনায় আহত,পায়ে ২৭ সেলাই

এস,এম রকিবুল হাসান
  • আপলোডের সময় : শনিবার, ৭ মে, ২০২২

মিরপুর,নিজ বাসায় ঘটে যাওয়া দুর্ঘটনায় পা কেটে গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। মাশরাফির পায়ে ২৭টি সেলাই পড়েছে।
জানা গেছে,ঘরে থাকা একটি কাঁচের টেবিলে সঙ্গে ধাক্কা লেগে পায়ের পেছনে কেটে যায় মাশরাফির। পরিবারের সদস্যরা দ্রুতই তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। তার পারিবারিক সূত্র বলেছে, ‘বাসায় কাঁচের টেবিলে ধাক্কা লেগেছিল। কাঁচ ভেঙে পায়ের পেছনের অংশে গুরুতর জখম হয়েছে। এখন তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পায়ে আঘাত পাওয়ার জায়গায় ২৭টি সেলাই লেগেছে। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাশরাফি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..