রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি, আকাশসীমা বন্ধ করল মধ্যপ্রাচ্যের ৪ দেশ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল ঘোষণা সাবেক সিইসিকে হেনস্তায় জড়িতদের বিচার চান রিজভী লোহাগড়ায় তিলক্ষেত থেকে প’চা-গ’লা অবস্থায় মহিলার লা’শ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

কুমিল্লা মায়ের সামনে বাসচাপায় প্রাণ গেল শিশু ইমার।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের গোগরা নামক স্থানে মায়ের সামনে বাসচাপায় প্রাণ গেল শিশু ইমার।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে হাজীগঞ্জ থানার অফিসার জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু গোগরা গ্রামের তালতলা বাড়ির সিএনজি স্কুটার চালক মুরাদের মেয়ে ইমা (৩)।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মায়ের সঙ্গে ঘুরতে বের হয় ইমা। এ সময় বাড়ি থেকে সামান্য দূরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে উঠে সড়কের পাশে দাঁড়ায় অটোরিকশার জন্য মা-মেয়ে। পরে চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের বাস শিশুটিকে চাপা দিলে ঘনাটস্থলেই মারা যায়।

এদিকে শিশু ইমাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্থানীয় বাকিলা বাজারে বাসটি রেখে চালক পালিয়ে যায়।

স্থানীয় একজন জানান, আজ বৃহস্পতিবার সকালে বাসচাপায় মেয়ের মরদেহ দেখে জ্ঞান হারান তার মা। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

হাজীগঞ্জ থানার অফিসার জোবাইর সৈয়দ জানান, ইমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে বাসটি জব্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..