শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার রায়পরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহতের জেরে বাড়িঘরে হামলা-অগ্নিসংযোগ লোহাগড়ায় নাশকতার মামলার আসামি আওয়ামীলীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

কুমিল্লায় ঈদের জামাতে গুলি,আহত এক জন,

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

কুমিল্লায় ঈদের জামাতে ঢুকে এক ব্যক্তি গুলি চালিয়েছে প্রতিপক্ষের লোক,এতে মোস্তাক নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮ টায়,আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান। গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূইয়া বাড়ি ঈদগাহ মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। মোস্তাকের ডান হাঁটুতে গুলি লাগে। এ সময় ঈদগাহ মাঠে থাকা মুসল্লিরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা পালিয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, ‘কিছুদিন আগে রুবেল পূর্বশত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। এর আগেও সে (রুবেল) প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।’

এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..