বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে নড়াইলে কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না ডাকসু নির্বাচন হতে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কুমিল্লায় ঈদের জামাতে গুলি,আহত এক জন,

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ মে, ২০২২

কুমিল্লায় ঈদের জামাতে ঢুকে এক ব্যক্তি গুলি চালিয়েছে প্রতিপক্ষের লোক,এতে মোস্তাক নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮ টায়,আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি সহিদুর রহমান। গোলাগুলির ঘটনায় ওই ঈদগায়ে সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, ‘গোলাবাড়ি এলাকায় পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার রুবেল ভূইয়া পিস্তল দিয়ে ভূইয়া বাড়ি ঈদগাহ মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। মোস্তাকের ডান হাঁটুতে গুলি লাগে। এ সময় ঈদগাহ মাঠে থাকা মুসল্লিরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর ডান হাঁটুতে গুলিবিদ্ধ হয়।

স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তারা পালিয়েছে। আমরা অভিযান পরিচালনা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, ‘কিছুদিন আগে রুবেল পূর্বশত্রুতার জের ধরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। এর আগেও সে (রুবেল) প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।’

এ বিষয়ে পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান রাফি রাজু বলেন, ঘটনার পরপর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহান সরকার, কোতোয়ালি মডেল থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..