সাতক্ষীরা:
সৌদির সাথে মিল রেখে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী,আখড়াখোলা, তলুইগাছা,বাউকোলা তালার ইসলামকাটি, কলারোয়ার সোনাবাড়িয়া,পাইকগাছা,খলিল নগর এলাকার মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে ।
সোমবার (০২এপ্রিল) সকাল সাড়ে সাতটায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে সেখানে নামাজ আদায় করেন মহিলাসহ ৬০-৭০ জন মুসুল্লি।
বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাব্বত আলী বলেন, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি আমরা অন্য অন্য দেশের সাথে মিল রেখে আজ ঈদ উদযাপন করছি।
পাইকগাছা থেকে ঈদের নামাজ নামাজ আদায় করতে আসা জিএম হাসান-বিন মাহমুদ জানান, আমরা ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি অন্যদেশে আজ ঈদ পালন করছে। খবর পেয়ে খবর প্রতিবছর অন্য অন্য দেশের সাথে মিল রেখে ঈদ পালন করি।