নড়াইল লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়রবর গ্রামের মধুমতী ও নবগঙ্গা
নদীশাসনের বাঁধ নির্মাণে ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম এর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিয়রবর এলাকার নিকট মধুমতি নদীর ডান তীরে ৪০০.০০ মিঃ স্থায়ী নদী তীরের কাজ পান ঠিকাদার প্রতিষ্টান ওরিয়েন্ট ট্রেডিং এন্ড বিল্ডাস লিঃ এবং বি,জে, জিও। সিডিউল অনুযায়ী প্রকল্পটির কাজ সমাপ্তি ২৪-০২-২০২২ তারিখের কথা থাকলেও আজও পর্যন্ত নদী শাসনের এই প্রকল্পটির কোন কাজ হয়নি বলে নদী তীরবর্তী লোকজন ক্ষিপ্ত শুক্রবার সকাল দশটার সময় এটার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেন।
এ বিষয়ে ইঞ্জিনিয়ারের এর সাথে বার বার কথা বলেও তাঁরা কোন সুফল পাননি ।
এ বিষয়টি জানার জন্যে ইঞ্জিনিয়ার কে সাংবাদিকরা তাঁর মুঠোফোনের ০১৯১১৪৫৯৪৩২,০১৩১৮২৩৫৭২৮ফোন দিলেও ফোন ধরেননি নড়াইল পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন।