আজ ৩০ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ দুপুর ১২ঃ০০ ঘটিকায় কুড়িগ্রাম শাপলা চত্বরে
“নদী বাঁচাও দেশ বাঁচাও” স্লোগানকে সামনে রেখে গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
কুড়িগ্রাম জেলাসহ বাংলাদেশের সকল নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও দখল মুক্ত করে নদীর স্বাভাবিক গতি নিশ্চিতের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক মোনছেফা তৃপ্তি এবং সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাখাওয়াত স্বপন। সেই সাথে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রাইছুল ইসলাম নোমান, গ্রীন ভয়েস হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল।
এছাড়াও গ্রীন ভয়েস নাগেশ্বরী উপজেলার সমন্বয়ক সায়মুম হাবিব, চিলমারী উপজেলার সমন্বয়ক ইয়াসিন আরাফাত, উলিপুর উপজেলার সমন্বয়ক বিকাশ রায় বিপুল সহ কুড়িগ্রাম গ্রীন ভয়েস ও বহ্নিশিখার সকল বন্ধুরা।