শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক!

লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামিলীগ নেতার মনোনয়ন পত্র বাতিল।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন আলার মনোনয়ন পত্র বতিল করা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি আওয়ামিলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে অন্তত ১০০ জন ভোটারের স্বাক্ষরসম্বলিত সমর্থন জমা দিতে হয়। যাচাই করে দেখা গেছে, এর মধ্যে একজন মৃত ও একজন বিদেশে রয়েছেন। এ ছাড়া তার নামে মামলা আছে। কিন্তু তা তিনি গোপন করে প্রতারনার আশ্রয় নিয়েছেন। তাই তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে মুন্সী আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে বন্ধ পাওয়া যায়। এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান ( আওয়ামিলীগ), উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম( স্বতন্ত্র), সমাজ সেবক রোজিয়া সুলতানা চামেলি (স্বতন্ত্র), মঈন হাসান কাজল(বাংলাদেশের ওয়াকার্স পার্টি), মোঃ জিয়াউল ইসলাম জিয়া (ইসলামি আন্দোলন বাংলাদেশ) । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর । আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। এ দিকে নির্বাচনি পরিবেশ না থাকায় বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাড, নেওয়াজ আহম্মেদ ঠাকুর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..