বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামিলীগ নেতার মনোনয়ন পত্র বাতিল।

শরিফুজ্জামান নড়াইলঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন আলার মনোনয়ন পত্র বতিল করা হয়েছে। গতকাল সোমবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। তিনি আওয়ামিলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ বলেন, স্বতন্ত্র প্রার্থী হতে অন্তত ১০০ জন ভোটারের স্বাক্ষরসম্বলিত সমর্থন জমা দিতে হয়। যাচাই করে দেখা গেছে, এর মধ্যে একজন মৃত ও একজন বিদেশে রয়েছেন। এ ছাড়া তার নামে মামলা আছে। কিন্তু তা তিনি গোপন করে প্রতারনার আশ্রয় নিয়েছেন। তাই তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে জানতে মুন্সী আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে বন্ধ পাওয়া যায়। এ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, লোহাগড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান ( আওয়ামিলীগ), উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম( স্বতন্ত্র), সমাজ সেবক রোজিয়া সুলতানা চামেলি (স্বতন্ত্র), মঈন হাসান কাজল(বাংলাদেশের ওয়াকার্স পার্টি), মোঃ জিয়াউল ইসলাম জিয়া (ইসলামি আন্দোলন বাংলাদেশ) । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর । আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। এ দিকে নির্বাচনি পরিবেশ না থাকায় বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাড, নেওয়াজ আহম্মেদ ঠাকুর।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..