বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
গত ১৬ বছরে দেশের যা ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ১০ বছর সময় লাগবে-উপদেষ্টা আসিফ মাহমুদ ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার ভোলায় একাধিক মামলার আসামি মহসিন আটক বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শুভ উদ্বোধন করেন পাটকেলঘাটা কাঁচামালের আড়ৎ রায়েন্দা ফেরিঘাটের কাজের মান নিয়ে অভিযোগ এলাকাবাসীর। সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভারে মিস্ত্রি থেকে পীর কাজী জাবের আল জাহাঙ্গীর, জানালেন গ্রামবাসী   আগামীতে বিএনপি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে- হাফিজ ইব্রাহিম  সিলেট সুরমা নদীতে প্রতিমা বিসর্জন কলমাকান্দায় সেতুর সংযোগ সড়কের নিচে মাটি ধস, বড় দুর্ঘটনার শঙ্কা

গাজীপুর গ্রীন ভয়েস এর উদ্দোগে ৫ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর”

মোঃতরিকুল ইসলাম (রাতুল)
  • আপলোডের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দরদরিয়া এলাকায় অবস্থিত সৈয়দা জোহরা তাজউদ্দীন ১০শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্রে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস এর উদ্দোগে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB)’র সহায়তায় অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম গোলাম মোর্শেদ খাঁন।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির, ফাউন্ডার মেম্বার তরিকুল ইসলাম রাতুল, বিভাগীয় সমন্বয়ক শাকিল কবির, আরিফুর রহমান, তিতলি নাজনীন, সদস্য ফজলে রাব্বি, নূরে আলম, শাহেরীনূর সুইটি প্রমুখ। এসময় তারা ৫টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিমিটার সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেন। সংগঠনটি এ নিয়ে বাংলাদেশে মোট ৩২টি সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন।
এই সময় প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন মেডিকেল অক্সিজেন যে শুধু করোনা রোগীদের জন্য ব্যবহার করা হয় তা তো নয়, এটা বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই জন্যই আমরা গ্রীন ভয়েস থেকে #UCB ব্যাংকের সহায়তায় সারা বাংলাদেশে ফ্রি অক্সিজেন সহায়তা কর্মসূচী হাতে নিয়েছি এবং এই সেবা চলমান রেখেছি, যেন করোনা প্রভাব কমে গেলে ও অন্য রোগীর সেবায় ব্যবহার করতে পারে। এভাবে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে গ্রীন ভয়েস ফ্রী অক্সিজেন সেবা হাতে নেওয়া হবে। তিনি সকল বিত্তবানদেরকে এই ধরনের মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..