বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার

” স্বপ্নজাল “

সাহিত্য ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১

 

প্রিয়
ম***
স্বপ্নের মাঝ ঘরে আছো গো তুমি শুধু।

তোমারি মায়ায় স্বপ্নের ও গো ছায়ায়।
জুড়িয়েছি মন,আছো তুমি সারাক্ষণ।
তোমারি হাসি যেন গো হৃদয়ের ফাসি,
রুপ ছোঁয়া লাবণ্যে আমি বনবাসী ।
তোমারি ঠোটেতে মৃদু স্পন্দের ভিড়িতে।
দিশেহারা আমি ও অপলক মনেতে।
খুজে বেড়ায় তোমায় স্বপ্নের মহিতে।

কেনো বা আজি, সাজাবো যে স্বপ্নের রাজি।
দীপ্ত লোকের মন ও হয় কো বা পাজি।
দেখিয়া মন,বুনিবো তোমারি স্বপন।
বাধিয়া যতনে, স্বপ্ন সাজাবো তখনে।
রেখো মোরে হৃদয়ের গহীন যতনে।

নিস্তব্ধতায় আমি যে তোমার পানেতে।

ইতি
স্বপ্ন বিলাসী
মেহেদী

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..