মায়ের কথা মনে হলেই
চোখে আসে জল,
কোনো কাজেই মন বসে’না
হারাই দেহের বল।
হাসিমাখা মুখটি মায়ের
দেখিনি কদ্দিন,
সুখ পাখিটা পালিয়ে বেড়ায়
দুখে কাটে দিন।
মায়ের আঁচল ছায়া বলো
কোথায় খুঁজে পাই,
এই জগতে মা ছাড়া যে
আপন কেহ নাই।
কোমল হাতের পরশ হায়রে
আছে দেহ জুড়ে!
মন ছুটে যায় মায়ের কাছে
যতোই থাকি দূরে।
মা’যে আমার মাথার মুকুট
দুই নয়নের আলো,
প্রার্থনা করি হে প্রভু
রেখো মা’কে ভালো।