বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দেশে ফেরার পরের দুদিন যেসব কর্মসূচি তারেক রহমানের, জানালো বিএনপি শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্ মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাঈম, সম্পাদক মিসবাহ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ টাঙ্গাইলের মির্জাপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে ৩ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ডপ্রদান মদন পৌরসভার সড়ক কাটায় জনভোগান্তি, অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ওসমান হাদির মতোই এনসিপি নেতাকে গুলি করে পালায় দুর্বৃত্তরা পারকি সমুদ্র সৈকতে বিজয় দিবসে ট্রাফিক নিয়ন্ত্রণে জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগ ভোলায় জামায়াতের মামলায় বিএনপি নেতাদের জামিন:

শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে : আহসান উল্লাহ্

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকারদী আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমদিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহ্ বলেন, “শিক্ষিত নয়, সুশিক্ষিত হতে হবে। কারণ সুশিক্ষা মানুষকে সঠিক পথে পরিচালিত করে, বিবেক জাগ্রত করে এবং সমাজের জন্য নীতিবান ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে।”
তিনি আরও বলেন, দুইজন সন্তান থাকলে একজনকে সাধারণ শিক্ষার পাশাপাশি অন্যজনকে মাদ্রাসায় ভর্তি করা উচিত। মাদ্রাসাশিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা ও দায়িত্ববোধ সৃষ্টি করে, যার ফলে পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল মানুষ গড়ে ওঠে।
পাইকারদী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বশির আহমেদ।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন তেঁতুলিয়ার বিশিষ্ট সমাজসেবক মোঃ জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ নয়ন মিয়া (দলিল লেখক, পলাশ সাব-রেজিস্ট্রি অফিস), মোঃ আলাউদ্দিন, মোঃ শরীয়ত উল্লাহ্ ও আফজাল হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..