বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নির্বাচনে তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ নির্বাচনে পুলিশ নিরপেক্ষতার প্রমাণ রাখবে: আইজিপি নড়াইলে সভাপতি সম্পাদক পদের ৬ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার মদনে নারী ভোটারদের সঙ্গে উঠান বৈঠকে লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী- তাহমিনা টাঙ্গাইলের বাসাইলে কামলা সেজে লুট, বৃদ্ধ- বৃদ্ধার মর’দেহ উদ্ধার ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের নারী সমাবেশ জাতীয়তাবাদের নামে ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের লাল কার্ড দেখানো হবে: আসিফ মাহমুদ যারা নারীদের নিরাপত্তায় ব্যর্থরা দেশও রক্ষা করতে পারবে না: ডা. শফিকুর আবু সাঈদ হত্যা মামলার রায় যেকোনো দিন ঢাকা-৮ আসনে নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলা

বৈধতার সকল কাগজপত্র থাকার পরও গুড়িয়ে দেওয়া হলো নিকলীর সামিয়া ইটভাটা

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বনমালীপুর এলাকার মেসার্স সামিয়া ব্রিকস নামক প্রতিষ্ঠানটিকে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিয়েছিল গত বছরের ৪ নভেম্বর। চলতি বছরের ৭ অক্টোবর এর মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু এর আগেই ইটভাটাটি গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
ইটভাটার মালিক মো. জহুরুল হক জানান, বাবার মৃত্যুর পর থেকে তিনি নিজেই ইটভাটাটি পরিচালনা করে আসছেন। কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তর থেকে গত মঙ্গলবার (১২ আগস্ট) হোয়াটসঅ্যাপে ছাড়পত্র বাতিলের নোটিশ পাঠান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। নোটিশটি ছিল প্রায় দেড় মাস আগের অর্থাৎ ৩ জুলাই তারিখের স্বাক্ষরিত। এ অবস্থায় তিনি হালনাগাদ নোটিশ দাবি করলে ফোন কেটে দেন কর্মকর্তা। ঐদিনই তিনি হাইকোর্টে রিটপিটিশন দায়ের করেন। পরদিন বুধবার পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ গিয়ে ইটভাটাটি গুড়িয়ে দেয়। হাইকোর্টের রিটপিটিশনের কপি দেখালেও সহকারী পরিচালক কোনো তোয়াক্কা করেননি। কর্তৃপক্ষ ডাকযোগে নোটিশ পাঠালেও সেই নোটিশ পৌঁছে ইটভাটা গুড়িয়ে দেওয়ার পরিদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৪ আগস্ট)।
জহুরুল হক আরো জানান, পরিবেশ অধিদপ্তর তো বটেই জেলা প্রশাসন থেকে যে লাইসন্স দেওয়া হয়েছিল সেটারও মেয়াদ রয়েছে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। এছাড়া এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে। এরপরও হঠাত করে ইটভাটাটি গুড়িয়ে দিয়ে তার আয় রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে জড়িত ৫০/৬০ জন শ্রমিকও বেকার হয়ে পড়েছে। ইটভাটাটি পরিচালনা করতে গিয়ে কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, ইটভাটাটি গুড়িয়ে দেওয়ায় এখন পথে বসার উপক্রম হয়েছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া জানান, ইটভাটার অনুকূলে দেওয়া ছাড়পত্র গত ৩ জুলাই বাতিল করা হয়েছে। বাতিলের নোটিশ ডাকযোগে পাঠানো হয়েছে। মালিক কর্তৃক হাইকোর্টে রিটপিটিশনের বিষয়ে তিনি জানান, রিটপিটিশন দায়ের করলে প্রথমে ফাইল এবং পরে শুনানী হয়। শুনানী অনুযায়ী যে নির্দেশনা দেওয়া হয়, সেই নির্দেশনা আমরা মেনে চলি। হাইকোর্ট এ সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়নি বলে দাবি করেন এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..