বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন , ই-পেপার

যারা পিআর চায় তারা কখনো জনগণের সঙ্গে ছিল না : গয়েশ্বর

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘যারা পিআর চায় তারা কখনোই জনগণের সঙ্গে ছিল না। একাত্তরে জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছে। রাজাকার, স্বৈরাচার, বাকশাল—এই তিনটি মানুষের কাছে ঘৃণিত শব্দ।
মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘যত সংস্কার হোক জামায়াত ভালো হবে না। তাদের ভাব অনেক বেশি বেড়ে গেছে। তারা নির্বাচন ভণ্ডুল করার জন্য যথেষ্ট।
সংস্কার করলে বিএনপি করতে পারে। কারণ সংস্কারের ইতিহাস বিএনপির রয়েছে।’

তিনি বলেন, ‘সচিবালয়ে সব জামায়াত। এত জামায়াত কোত্থেকে এলো। হাসিনা কি জামায়াত পালত’ বলেও প্রশ্ন করেন।

গয়েশ্বর বলেন, ‘জিয়াউর রহমান ৯ মাস যুদ্ধ করেছিলেন দেশের ভেতর থেকে। বাকিরা ছিলেন সীমান্তের ওপারে। আমাদের নেত্রী খালেদা জিয়াও পালাননি। আমরা লুকিয়েছিলাম, কিন্তু পালাইনি।

আমরা গেরিলার মতো যুদ্ধ পরিচালনা করেছি ও কর্মীদের পথ দেখিয়েছি। শেখ মুজিবের পালানোর অভ্যাস আছে। শেখ হাসিনাও সেই অভ্যাসটাই পেয়েছে। ১৭ তারিখ হাসিনা এলো আর ৩০ তারিখ জিয়া মারা গেলেন। জিয়ার মৃত্যুর সঙ্গে যে হাসিনার সম্পর্ক নেই তা বলা যায় না।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..