মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন , ই-পেপার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার উন্মুক্ত বাজেট বাজেট ঘোষণা

বিল্লাল হোসেন কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

গাজীপুর কালিগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রায় ৬১ কোটি ৮৮ লাখ টাকার রাজস্ব ও উন্নয়ন উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০শে জুলাই (রবিবার) দুপুরের কালীগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এ বাজেট ঘোষণা করেন।

চলতি অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৬১ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ০৮ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৬১ লাখ টাকা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো ফজলুর রহমান, কালীগঞ্জ উপজেলা দূর্নীতি দমন কমিশন এর সাধারণ সম্পাদক নায়েবুর রহমান মাসুদ, জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ নোমান, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সালাউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর মো: মোফাজ্জল হোসেন মোমেন, সাবেক কাউন্সিল রুহুল আমিন, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশরাফ নেওয়াজ শাওন, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), বৈষম্যবিরুদ্ধী ছাত্র নেতা মো: শরিফুল ইসলাম, ছাত্র নেতা নূর মোহাম্মদ সহ, সভায় বক্তাগণ পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তাঘাট, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুতিক ল্যাম্প পোস্ট ও পানি সংকটসহ নাগরিক সুবিধার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলায় কর্মরত ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বিন্দৃ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..