মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ

ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে দুইজন শিশুর মৃত্যু

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নরর হিজলা গ্রামের সামনে থাকা ডোবার পানিতে ডুবে রবিবার সকালে মীম আক্তার ও সাফায়েত মিয়া নামের ছয়বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সাফায়েত উপজেলার হিজলা গ্রামের শাহীন মিয়ার ছেলে ও মীম উপজেলার জয়শ্রী ইউনিয়নের

বাদে হরিপুর গ্রামের মামুন মিয়ার মেয়ে। রবিবার সকাল ১০টার দিকে ওই দুইজন শিশু ডোবার পানিতে গোসল করতে গিয়ে ডোবার পানিতে তলিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে ওই দুইজন শিশুকে অচেতন অবস্থায় ডোবা থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত ডাক্তার এই দুইজন শিশুকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এই মৃত্যুর খবরটির সত্যতা নিশ্চিত করে বলেন,এই দুইজন শিশু সাতার জানতো না।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..