দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু একের পর এক ছক্কা পেটাচ্ছেন বলিউডেও। এবার বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে জুটি বাদছেন তাপসী। পরিচালক রাজকুমার হিরানি। এর আগে কিং খান খ্যাত শাহরুখের প্রযোজিত ছবিতে কাজ করেছিলেন তাপসী।
গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হবে। কাজ শেষ হবে আগামী বছরের জানুয়ারি মাসে। অভিবাসনের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। তবে কৌতুকে মোড়া হবে ছবির বিষয়বস্তু।
বর্তমানে পাঠান ছবিটি নিয়ে ব্যস্ত শাহরুখ। এতে আরও আছেন শাহরুখের ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’র সহশিল্পী দীপিকা পাড়ুকোন। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহামকেও।