শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক! নরসিংদীতে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন

প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

তরিকুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের
ঢাকা, ৭ মে: প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে “প্রকৃতি ধ্বংস করে নয়, প্রকৃতি বাঁচিয়ে উন্নয়ন চাই” এই দাবিতে এক মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের সহ সমন্বয়ক আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, “করোনা মহামারির পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে ৫০-৬০ বছরের পুরানো গাছ কাটার পরিকল্পনা করেন এবং কিছু গাছ কেটেও ফেলেছে। গ্রীন ভয়েস সে সময় লাল মার্ক চিহ্নিত গাছগুলো রক্ষায় সোচ্চার ভূমিকা রাখে এবং সেই আন্দোলনের ফলে গাছগুলো রক্ষা পায়।” তিনি জানান, ওই সময় সংগঠনের পক্ষ থেকে ১০৮টি গাছ রোপণ করা হয়, যার মধ্যে এখনো ৯৮টি গাছ বেঁচে আছে এবং অনেক বড় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, “২০২১ সালের ৭ মে থেকে গ্রীন ভয়েস প্রতিবছর প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস পালন করে আসছে। গতকাল মাদারীপুরে ২০০ বছরের পুরানো একটি বটগাছ ধর্মীয় কুসংস্কারের কারণে কেটে ফেলা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। যারা এই গাছ কেটেছে, আমি তাদের বলি— যদি সাহস থাকে, চাঁদ, সূর্য, পাহাড়, সাগর ধ্বংস করে দেখান। দেখবো আপনারা কত শক্তিধর। প্রকৃতি হলো আমাদের জীবন, একে ধ্বংস নয়, সংরক্ষণ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই আয়োজনে গ্রীন ভয়েসের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..