শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় অপারেশন থিয়েটারে রোগীর সাথে টিকটক, সোসাল মিডিয়ায় ভাইরাল, সিলগালা করলো স্বাস্থ্য বিভাগ নড়াইলে লাহুড়িয়া সুমন হত্যা মামলার আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পিবিআই তিন মাসের জন্য ফজলুর রহমানের পদ স্থগিত করলো বিএনপি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান, ডাঃ রেজওয়ানা রশীদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার বিএনপি নেতা ফজলুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি ঠাকুরগাঁওয়ে ৭০টি অবৈধ জাল পুড়িয়ে দিলো প্রশাসন শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার মেঘনায় উদ্ধার হওয়া লাশ সাংবাদিক বিভুরঞ্জন ধারণা পুলিশ ও স্বজনদের সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

তরিকুল ইসলাম
  • আপলোডের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের
ঢাকা, ৭ মে: প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস-এর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে “প্রকৃতি ধ্বংস করে নয়, প্রকৃতি বাঁচিয়ে উন্নয়ন চাই” এই দাবিতে এক মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েসের সহ সমন্বয়ক আরিফুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, “করোনা মহামারির পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে ৫০-৬০ বছরের পুরানো গাছ কাটার পরিকল্পনা করেন এবং কিছু গাছ কেটেও ফেলেছে। গ্রীন ভয়েস সে সময় লাল মার্ক চিহ্নিত গাছগুলো রক্ষায় সোচ্চার ভূমিকা রাখে এবং সেই আন্দোলনের ফলে গাছগুলো রক্ষা পায়।” তিনি জানান, ওই সময় সংগঠনের পক্ষ থেকে ১০৮টি গাছ রোপণ করা হয়, যার মধ্যে এখনো ৯৮টি গাছ বেঁচে আছে এবং অনেক বড় হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, “২০২১ সালের ৭ মে থেকে গ্রীন ভয়েস প্রতিবছর প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস পালন করে আসছে। গতকাল মাদারীপুরে ২০০ বছরের পুরানো একটি বটগাছ ধর্মীয় কুসংস্কারের কারণে কেটে ফেলা হয়েছে, যা একেবারেই অগ্রহণযোগ্য। যারা এই গাছ কেটেছে, আমি তাদের বলি— যদি সাহস থাকে, চাঁদ, সূর্য, পাহাড়, সাগর ধ্বংস করে দেখান। দেখবো আপনারা কত শক্তিধর। প্রকৃতি হলো আমাদের জীবন, একে ধ্বংস নয়, সংরক্ষণ করতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবির সুমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই আয়োজনে গ্রীন ভয়েসের প্রায় ২০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও একাত্মতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..