শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

বিসিডিএস আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও নতুন কমিটি গঠন

আরমানুজ্জামান সৈকত, বাঙলা কলেজ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সরকারি বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) আয়োজিত সপ্তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক সায়মা ফিরোজ।

প্রতিযোগিতায় কলেজের ২০টি বিভাগীয় দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার শেষে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন এবং রসায়ন বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিসিডিএস-এর সাবেক সভাপতি জাফর ইকবাল বলেন, “ক্যারিয়ারে সফল হতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যদি আপনার মধ্যে নেতৃত্বের দক্ষতা, সুন্দরভাবে কথা বলার অভ্যাস এবং সাংগঠনিক সক্ষমতা না থাকে—তাহলে আপনি যত বড় ডিগ্রিধারীই হন না কেন, ততটা মূল্য পাবেন না। এসব দক্ষতা অর্জনের অন্যতম সুন্দর একটি প্ল্যাটফর্ম হলো বিতর্ক। জীবনে বড় হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা, সততা ও পরিশ্রম। যদি আপনার মধ্যে প্রবল ইচ্ছাশক্তি ও সততা থাকে, তাহলে আপনি পৃথিবীর যেকোনো কিছু জয় করতে পারবেন।”

পুরস্কার বিতরণী শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান সাদী বলেন, “বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)-এর মাধ্যমে আমরা একটি সৃজনশীল, পরমতসহিষ্ণু ও চিন্তা ভাবনার জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বলে আশাবাদী। পাশাপাশি, বিসিডিএস-কে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন হোসাইন আহমেদ মারজান এবং সহ-সাধারণ সম্পাদক রাবিয়া বসরি সাথী। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর উদ্দীন খান, অর্থ সম্পাদক তাসমিয়া তামিম, দপ্তর সম্পাদক শওকত জামিল এবং সহ-দপ্তর সম্পাদক উম্মে হাবিবা। প্রযুক্তি ও প্রচার সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং অনুষ্ঠান সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বুশরা জান্নাত বৈশাখী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা মিম, মোহাম্মদ খালিফুজ্জামান, সাজ্জাদ হোসেন, মোঃ মাহামুদুল হাসান মামুন, শামীম মিয়া ও ইমন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..