বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
প‌রি‌বেশ বিষয়ক বিধানাবলী-পুস্ত‌কের মোড়ক উন্মোচন প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার-৩ গলাচিপায় বিচারক সংকট: হাজারো বিচারপ্রার্থীর চরম দুর্ভোগ, আইনশৃঙ্খলার অবনতির শঙ্কা বিসিডিএস আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও নতুন কমিটি গঠন ৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত

বিসিডিএস আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও নতুন কমিটি গঠন

আরমানুজ্জামান সৈকত, বাঙলা কলেজ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সরকারি বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) আয়োজিত সপ্তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক সায়মা ফিরোজ।

প্রতিযোগিতায় কলেজের ২০টি বিভাগীয় দল অংশগ্রহণ করে। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার শেষে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ চ্যাম্পিয়ন এবং রসায়ন বিভাগ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিসিডিএস-এর সাবেক সভাপতি জাফর ইকবাল বলেন, “ক্যারিয়ারে সফল হতে হলে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। যদি আপনার মধ্যে নেতৃত্বের দক্ষতা, সুন্দরভাবে কথা বলার অভ্যাস এবং সাংগঠনিক সক্ষমতা না থাকে—তাহলে আপনি যত বড় ডিগ্রিধারীই হন না কেন, ততটা মূল্য পাবেন না। এসব দক্ষতা অর্জনের অন্যতম সুন্দর একটি প্ল্যাটফর্ম হলো বিতর্ক। জীবনে বড় হতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন সদিচ্ছা, সততা ও পরিশ্রম। যদি আপনার মধ্যে প্রবল ইচ্ছাশক্তি ও সততা থাকে, তাহলে আপনি পৃথিবীর যেকোনো কিছু জয় করতে পারবেন।”

পুরস্কার বিতরণী শেষে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। নবনির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান সাদী বলেন, “বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস)-এর মাধ্যমে আমরা একটি সৃজনশীল, পরমতসহিষ্ণু ও চিন্তা ভাবনার জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো বলে আশাবাদী। পাশাপাশি, বিসিডিএস-কে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”

নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন হোসাইন আহমেদ মারজান এবং সহ-সাধারণ সম্পাদক রাবিয়া বসরি সাথী। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন তানভীর উদ্দীন খান, অর্থ সম্পাদক তাসমিয়া তামিম, দপ্তর সম্পাদক শওকত জামিল এবং সহ-দপ্তর সম্পাদক উম্মে হাবিবা। প্রযুক্তি ও প্রচার সম্পাদক হয়েছেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক এবং অনুষ্ঠান সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বুশরা জান্নাত বৈশাখী।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফারজানা মিম, মোহাম্মদ খালিফুজ্জামান, সাজ্জাদ হোসেন, মোঃ মাহামুদুল হাসান মামুন, শামীম মিয়া ও ইমন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..