মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:৫২ অপরাহ্ন , ই-পেপার

সা’দত কলেজে “জামালপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” গঠনে সভা অনুষ্ঠিত

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বঙ্গের আলিগড়খ্যাত ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজে টাঙ্গাইল ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি জেলার শিক্ষার্থীবৃন্দ পড়াশোনা করেন। তার মধ্যে অন্যতম একটি জেলা হলো জামালপুর। জামালপুর জেলার বিভিন্ন স্থান থেকে অনেক শিক্ষার্থী সা’দত কলেজে পড়াশোনা করতে আসে। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী বিভিন্ন সময় ভোগান্তির শিকার হন। এ সকল ভোগান্তি নিরসনে ও শিক্ষার্থীদের মাঝে ঐক্য গড়ে তুলতে জামালপুর জেলার বেশ কয়েকজন শিক্ষার্থী মিলে “জামালপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন” নামে একটি সংগঠন করার লক্ষ্যে সভার আয়োজন করেন। বুধবার (২৩ জুলাই) কলেজ ক্যান্টিন সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জামালপুর জেলা থেকে আগত কলেজ হলের শিক্ষার্থীবৃন্দ, কলেজ সংলগ্ন ম্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল-এ অধ্যয়নরত জামালপুর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হবে “জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন (JSA)”। শিক্ষা, ঐক্য এবং উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হবে। কলেজে পড়তে আসা জামালপুরের শিক্ষার্থীদের একত্রিত করে পারস্পরিক সহায়তা, সাংস্কৃতিক চর্চা, ক্যারিয়ার কাউন্সিলিং এবং সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করাই এর প্রধান উদ্দেশ্য। এছাড়াও সরকারি সাদ’ত কলেজে জামালপুর জেলা থেকে আগত অনেক শিক্ষার্থী নতুন অবস্থায় ভোগান্তির শিকার হয় যা এর পরবর্তী সময়ে যেন না হয় সেদিক বিবেচনায় আমাদের জামালপুর স্টুডেন্টস এসোসিয়েশনের পথচলা শুরু হবে। সরকারি সাদ’ত কলেজস্থ জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন শুধু একটি নাম নয়, এটি একটি পরিবার, একটি অনুভব, একটি সম্মিলিত চেতনা।

দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহ পরান বলেন, জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ তৈরির একটি পথ। ভিন্ন জেলায় এসে পড়ালেখা করতে গিয়ে যেসব শিক্ষার্থী একাকিত্ব, অপরিচিত পরিবেশ কিংবা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তাদের পাশে দাঁড়ানোর জন্য এ ধরনের সংগঠন অনেক গুরুত্বপূর্ণ। এটি আমাদের মাঝে পারস্পরিক সহানুভূতি, একতা এবং সহমর্মিতার পরিবেশ তৈরি করে। শুধু সামাজিক বন্ধন নয়, শিক্ষা, ক্যারিয়ার, সাংস্কৃতিক ও মানবিক দিক থেকেও এগিয়ে যেতে এসব সংগঠন বড় ভূমিকা রাখতে পারে। আমি বিশ্বাস করি, জামালপুর স্টুডেন্ট এসোসিয়েশন শিক্ষার্থীদের মানসিক ও সামাজিকভাবে শক্ত করে তোলে এবং তাদের নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..