শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মদনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাজারে আগুন, অর্ধ কোটি টাকা ক্ষয়ক্ষতি লোহাগড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলো ৩’শ অসহায় ও দরিদ্র রোগী

লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম

শরিফুজ্জামান,
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় ডান হাতের কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরো ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। এছাড়াও তিনি লোহাগড়া পল্লীবিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক ছিলেন। অপর আহত দুজন হলেন, মিরাজুল ফকিরের ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইমরান ফকির (৪৭)এবং ওই গ্রামের বাবুল শরিফ (৩৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ এবং আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হাটে ফকির মিরাজুল ইসলাম সমর্থিত লোকজনদের সাথে প্রতিপক্ষ রওশন কাজী সমর্থিত লোকজনদের মধ্যে দ্বন্ধের সৃষ্টি হয়। এর জের ধরে বিবাদমান দুটি পক্ষ হাট থেকে গ্রামে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির, তার ভাই ইমরান ফকির এবং একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সাথে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে যখম করে দুর্বৃত্তরা পালিয়া যায়। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..