ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ ২০২৫) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬:১০ পর্যন্ত এ আয়োজন চলে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি লিয়াকত আলী সভাপতিত্ব করেন, এবং সদস্য সচিব মো. আব্দুল হক সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব খান।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ মো. আমানুল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, জুলফিকার আলী ভুট্টো, নুরুল ইসলাম বিএসসি, মামুনুর রশিদ শান্ত, সহ আরো অনেকেই।নেতৃবৃন্দর বক্তব্যে রমজানের তাৎপর্য ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এছাড়াও দলের কমিটি গঠনে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া সহ বিএনপিতে বিশৃঙ্খলাকাকারীদের ছাড় দেওয়া হবে না ,বলে বক্তারা কঠিন হুঁশিয়ারি প্রদান করেন।
এতে উপজেলা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সবার অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষে, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, যা পরিচালনা করেন কারী মো. আমানুল্লাহ।