আনন্দঘন জমকালো আয়োজনে ভোলা জেলা ছাত্র কল্যাণ এর ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে জমকালো আয়োজনের অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল, যেখানে বাঙলা কলেজ পড়ুয়া ভোলা জেলার শিক্ষার্থীরা ছাড়াও শত শত শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
সোমবার (১৭ মার্চ) মিরপুর ১ এর “গ্রান্ড প্রিন্স থাই এন্ড চাইনিজ রেষ্টুরেন্টে” বিকেলে সংগঠনটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বাপ্পির সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক।
অনুষ্ঠানে ভোলা জেলা ছাত্রকল্যাণ পরিষদের দায়িত্বশীল বৃন্দ সহ বিভিন্ন গুণীজন তাদের মতামত তুলে ধরেন। সেইসাথে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাবা ফেরদৌসী আহমেদ মিষ্টি সংগঠনের কল্যানে বেশ কিছু পরামর্শ দেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর এর সংগ্রামী আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক চমৎকার দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির এই তুখোড় নেতা সংগঠনটি সামনের দিকে এগিয়ে নিতে সার্বিক পরামর্শ ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা মোস্তাফা জুগলুল পাশা পাপেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মোঃ রেজওয়ান উল হোসেন রিয়াজ, যুবদল নেতা জসিম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী জনাব মীর মোশারফ অমি। এছাড়াও সাবেক ও বর্তমান বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শত শত শিক্ষার্থী ও সুধীজনের এই মিলনমেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সরকারি বাঙলা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সদস্য সচিব তরিকুল ইসলাম হৃদয়।