সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার হাওরের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের পরিদর্শন করেছে ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারী) উপজেলার চন্দ্র সোনার থাল,ডোবাইল হাওর সহ সুখাইড় রাজাপুর দক্ষিণ ও জয়শ্রী ইউনিয়নের বিভিন্ন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নবগঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম রহমত,জয়শ্রী ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল হোসেন মন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো,বিএনপি নেতা মজিবর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা বিএনপি নেতা চন্দন খান, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর বিন রফিক প্রমুখ।