ইসলামি শিক্ষাকে এগিয়ে নিতে এবং ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন সুন্দর ও সহীহ ভাবে পড়ার জন্য
আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ এর পক্ষ থেকে রাবে ও খামিছ জামায়াতের ২০২৪ ইং শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টা থেকে শুরু করে কলমাকান্দা তাহফিজুল উম্মাহ মহিলা মাদ্রাসা,জামিয়া ক্বাসিমিয়া ও ধর্মপাশায় দারুল উলুম আল আরাবিয়া সহ ৩ টি মাদ্রাসায় উপস্থিত হয়ে মোট ৩৮টি শাখা কেন্দ্রে পুরস্কার বিতরণের আয়োজন করেন আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে পুরস্কার গ্রহন করেন অবিভাক ও মাদ্রাসার মোহতামিম ও শিক্ষক বৃন্দ।
পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ টাকা সহ বিভিন্ন শিক্ষণীয় বই তাদের হাতে তুলে দেয়া হয়।
জামিয়া ক্বাসিমিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা, মাহমুদুল হাসানের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ক্বারী মাওলানা আব্দুল ওয়াহহাব।
সিলেট বোর্ডের পরীক্ষক ও পরিদর্শক ক্বারী হাবিবুর রহমানের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও অবিভাবক বৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি ক্বারী মাওলানা আব্দুল ওয়াহহাব,বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং বয়স্ক ব্যক্তিদের জন্য সহীহ ভাবে কোরআন পড়ার জন্য এমন আয়োজন সারাজীবন থাকবে এমন পত্যাশা আমার।
ইসলামের ছায়াতলে এসে নিজের ধর্মগ্রন্থকে বুঝার ও পড়ার আগ্রহ সৃষ্টি করতে আহ্বান জানান উপস্থিত সকল শিক্ষকদের।
আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আলি আকবর সিদ্দিক বানুগাসি রহ: এর স্বপ্ন পূরণের লক্ষ্যে দ্বায়িত্বরত সকল কেই কাজ করার আহবান জানান তিনি।