রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় জমি বিক্রি কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৯ জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৬০০ করার সুপারিশ ফয়জুল করীমকে বিসিসির মেয়র ঘোষণা করতে,বরিশাল আদালতে মামলা রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ হত্যাকাণ্ডের জের ২১ বাড়ি ভাংচুর, লুটপাট মোহনগঞ্জে ইমামের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মারা গেছেন হিরো আলমের বাবা, নিজবাড়িতে জানাজা ফেসবুকে পুরোনো ব্যানারে ‘বঙ্গবন্ধু চত্বর’ দেখে বর্ষবরণ অনুষ্ঠান পণ্ড, ইউএনও লাঞ্ছিত

পিকআপে করে কৃষকের গরু নিয়ে পালাচ্ছিল চোর, গ্রেপ্তার-৩ 

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

পিকআপে করে কৃষকের গরু নিয়ে পালাচ্ছিল চোর, গ্রেপ্তার-৩

কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার মোহনগঞ্জ থানা পুলিশ।
এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের
মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে পিকআপ ভর্তি ওই দুটি ষাড় উদ্ধার করা হয়। এসময় গরু চুরির অভিযোগে পিকআপে থাকা ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পিকআপটি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত দুটি ষাড় গরুর মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানা গেছে।
ওসি আমিনুল ইসলাম বলেন,গরু চুরির খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযানে বের হয় পুলিশ। গোপন সংবাদে পাশের আটপাড়া উপজেলা থেকে পিকআপে থাকা চোরাই দুটি ষাড়সহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গরুগুলো বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্য নিয়ে বের হয়েছিল। ওই মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার তিন জনকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..