সুবর্ণচর উপজেলার ,চরবাটা ইউনিয়ের ৮ নং ওয়ার্ড ভূঞারহাট বাজারে অগ্নিকান্ডে ১৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
২০ জানুয়ারি ২০২৫ ইং ভোর রাত আনুমানিক ৩ ঘটিকার সময় আগুনের সূত্রপাত
হয়। তাতক্ষনিক ফায়ারসার্ভিস এর ২টি ইউনিট এসে পায় ২ ঘন্টা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কাইয়ুম মোটর এন্ড পার্টসের মালিক ইমাম উদ্দিন জনি সর্বশান্ত হয়ে গেলো। তার দোকানে প্রায় ৩ কোটি টাকার মতো হুন্ডা, সিএনজির পার্টস্ ও নগদ ২৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
৪ টি সার্ভিসিং সেন্টারে পায় ৬০ টি আদা পুরাতন মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়।
এতে আরো অন্য পাটর্স দোকান ও মুদি দোকান সহ ১৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। মিলে পায়। ছাই ছাড়া কিছু পেলাম না আমরা।