সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইয়াবা ও হেরোইনসহ সেনাবাহিনার হাতে মাদক ব্যবসায়ী আটক-২ শরণখোলা উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক আয়োজনে বিজয় দিবস পালন। সা’দত কলেজ কর্তৃক বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি লোহাগড়ায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন মো. মিজানুর রহমান খোকন চৌধুরী আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ব্রাইড এর পহ্ম থেকে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরন কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি

মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মোহনগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন।পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বীর যোদ্ধাদের কাছে আত্নসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে কিছুটা ভিন্ন পেক্ষাপটে এবার পাতিল হয়েছে মহান বিজয় দিবস। এই বিজয়ের আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের।

বিজয় দিবসটি উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন-মোহনগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক এম এস দোহা (দৈনিক যুগান্তর), সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন (ভোরের ডাক),সদস্য আবুল কাশেম আজাদ (জনকণ্ঠ), সাইফুল আরিফ জুয়েল (আজকের পত্রিকা) নুরুল হুদা (বাংলা খবর), রফিকুল ইসলাম রকিব (দৈনিক জাহান), মেহেদি ইকবাল দোলন (নয়া দিগন্ত), ইন্দ্রজিৎ সরকার (আমাদের সময়), শ্যামল চৌধুরী (দৈনিক স্বজন ও ডেইলি পোস্ট),মোঃ নূর আলম সিদ্দিকী (দৈনিক আমার দেশ), হাবিবুর রহমান চৌধুরী (আজকের খবর),মানিক তালুকদার (মানব কন্ঠ),আব্দুর রব খান ঠাকুর(দৈনিক জনতা),আজহারুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), সুমন মাহমুদ শেখ (বিজনেস বাংলাদেশ),মোঃ হাসান খান (দৈনিক জবাবদিহি),মোঃ রফিকুল ইসলাম( দৈনিক সংগ্রাম প্রতিদিন),রিংকু রায় (আজ কালের খবর) প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..