সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুড়িগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামের মনোনয়ন পত্র দাখিল। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন নরসিংদী – ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ড. আব্দুল মঈন খান । গাজীপুর-৫ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নরসিংদীতে ব্যবসায়ীদের উদ্যোগে খাসি পুরস্কারের ফুটবল ম্যাচ বোরহানউদ্দিনে ট্রাক–সিএনজি সংঘর্ষে নারীসহ ৩ জন নি’হত, আ’হত ৪ টাঙ্গাইলের মির্জাপুরে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. ফরিদুজ্জামান ফরহাদকে ফুলেল শুভেচ্ছায় বরণ খোকসায় অবৈধভাবে সার মজুদের দায়ে এক লাখ টাকা জরিমানা ১৩৫০ বস্তা জব্দ।

মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবসে মোহনগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায়, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৫৪ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসনের আয়োজন সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মোহনগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন।পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বীর যোদ্ধাদের কাছে আত্নসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনে কিছুটা ভিন্ন পেক্ষাপটে এবার পাতিল হয়েছে মহান বিজয় দিবস। এই বিজয়ের আনন্দের দিনে জাতি গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের।

বিজয় দিবসটি উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন-মোহনগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক এম এস দোহা (দৈনিক যুগান্তর), সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম রতন (ভোরের ডাক),সদস্য আবুল কাশেম আজাদ (জনকণ্ঠ), সাইফুল আরিফ জুয়েল (আজকের পত্রিকা) নুরুল হুদা (বাংলা খবর), রফিকুল ইসলাম রকিব (দৈনিক জাহান), মেহেদি ইকবাল দোলন (নয়া দিগন্ত), ইন্দ্রজিৎ সরকার (আমাদের সময়), শ্যামল চৌধুরী (দৈনিক স্বজন ও ডেইলি পোস্ট),মোঃ নূর আলম সিদ্দিকী (দৈনিক আমার দেশ), হাবিবুর রহমান চৌধুরী (আজকের খবর),মানিক তালুকদার (মানব কন্ঠ),আব্দুর রব খান ঠাকুর(দৈনিক জনতা),আজহারুল ইসলাম (দৈনিক আলোকিত সকাল), সুমন মাহমুদ শেখ (বিজনেস বাংলাদেশ),মোঃ হাসান খান (দৈনিক জবাবদিহি),মোঃ রফিকুল ইসলাম( দৈনিক সংগ্রাম প্রতিদিন),রিংকু রায় (আজ কালের খবর) প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহিম মিয়া।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..