রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাংগঠনিক সম্পাদক পদে টিপু সুলতানকে সমর্থন করলেন অপর প্রার্থী এস এম ফেরদৌস রহমান নেত্রকোণায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন ধর্মপাশায়, অবৈধভাবে  মাটি উত্তোলন করায় দুইজন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড,অ্যাক্সেভেটর ও লরি গাড়ি জব্দ। পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, আসছে নতুন দল আওয়ামী ফ্যাসীবাদের পতনের পর চাঁদাবাজির আর কোন রাজনীতি বাংলাদেশে ঠাঁই পাবেনা – ব্যারিস্টার ফুয়াদ নড়াইল জেলা বিএনপির সন্মেলন ১৬ ফেব্রু: জেলা জুড়ে সাজসাজ রব  শরণখোলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।  নেত্রকোণায় বসন্তকালীন সাহিত্য উৎসব নেত্রকোণায় নারী অধিকার নিয়ে লোকগীতি ও পথনাটক সা’দত কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাবিপ্রবিতে পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন ইউনিট

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষায় সশরীরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও এর আইসোলেশন ইউনিট।

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘অনেক বিভাগে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং কেউ করোনা আক্রান্ত হলে বা করো উপসর্গ দেখা দিলে আইসোলেশন ইউনিট ব্যবহার করতে পারবে।’

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তরের জন্য কাজ করছি। আগামী দিনে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার থেকে আরও উন্নত সেবা পাবেন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মেডিকেল সহযোগিতা দেয়ার জন্য মেডিকেল সেন্টার সার্বক্ষণিক প্রস্তুত আছে। করোনা সংক্রমণ রোধে আইসোলেশন ইউনিটও প্রস্তুত আছে। এছাড়া শিক্ষার্থীদের সব ধরনের মেডিকেল সহযোগিতা করার নির্দেশ দেয়া আছে।’

তিনি আরও বলেন, ‘মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে আমাদের চুক্তি আছে। প্রয়োজনে শিক্ষার্থীদের মেডিকেল সহায়তা প্রদানে ওই হাসপাতালেরও সহায়তাও নিতে পারব।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..