বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দুর্গাপূজার অনুদান ১ কোটি বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা নরসিংদীতে রিক’র উদ্যোগে প্রবীণদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগড়ায় অন্ধ ও অসহায় বিধব বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় একজন গ্রেফতার পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার

শাবিপ্রবিতে পরীক্ষার্থীদের জন্য আইসোলেশন ইউনিট

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষায় সশরীরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও এর আইসোলেশন ইউনিট।

বুধবার (১৬ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

অধ্যাপক ড. মো. কবীর হোসেন জাগো নিউজকে বলেন, ‘অনেক বিভাগে সশরীরে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং কেউ করোনা আক্রান্ত হলে বা করো উপসর্গ দেখা দিলে আইসোলেশন ইউনিট ব্যবহার করতে পারবে।’

অন্যদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জাগো নিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি আধুনিক মেডিকেল সেন্টারে রূপান্তরের জন্য কাজ করছি। আগামী দিনে শিক্ষার্থীরা মেডিকেল সেন্টার থেকে আরও উন্নত সেবা পাবেন। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মেডিকেল সহযোগিতা দেয়ার জন্য মেডিকেল সেন্টার সার্বক্ষণিক প্রস্তুত আছে। করোনা সংক্রমণ রোধে আইসোলেশন ইউনিটও প্রস্তুত আছে। এছাড়া শিক্ষার্থীদের সব ধরনের মেডিকেল সহযোগিতা করার নির্দেশ দেয়া আছে।’

তিনি আরও বলেন, ‘মাউন্ট এডোরা হাসপাতালের সঙ্গে আমাদের চুক্তি আছে। প্রয়োজনে শিক্ষার্থীদের মেডিকেল সহায়তা প্রদানে ওই হাসপাতালেরও সহায়তাও নিতে পারব।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..