ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। তাদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার নাম হবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
আজ রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ইউজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা আলাদা প্রশাসনিক কাঠামো এবং স্বতন্ত্র একাডেমিক কার্যক্রমের দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় পরীক্ষার ফল প্রকাশসহ নানা একাডেমিক জটিলতার মুখে পড়তে হয়েছে তাদের। নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ফলে এসব সমস্যা সমাধানের আশা করা হচ্ছে।
প্রচলিত শিক্ষার মানোন্নয়ন, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি প্রণয়নসহ বিভিন্ন বিষয় সামনে রেখে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়।
কলেজ সাতটি হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক কাঠামো এবং কার্যক্রম পরিচালনার বিষয়ে দ্রুতই বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।