সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
তারেকের উদ্দেশে ইসি সচিব-‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’ ঢাকা থেকেই নির্বাচন করার ঘোষণা আসিফ মাহমুদের ভোলায় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস।। ভোলায় আয়োজিত হয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বক্তব্য প্রতিযোগিতা। লাখো জনতার ভালোবাসায় সিক্ত ভোলা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর এয়োদশ জাতীয় নির্বাচনে ভোলার ৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল বিএনপি। খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি : নাসীরুদ্দীন জোটের ১২ নেতাকে ‘গ্রিন সিগন্যাল’ দিল বিএনপি ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম সরিষাবাড়ীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শরণখোলা ইসলামী আন্দোলনের গণসমাবেশ।

মোঃ কবির হোসেন কিবরিয়া (বাগেরহাট), শরণখোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

 

বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার;
দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা;
নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচন(PR) পদ্ধতি বাস্তবায়নের দাবীতে, ইসলামী আন্দোলন শরণখোলা আজ বিকাল ৩ টায় খোন্তাকাটা বাজারে গন সমাবেশ এর আয়োজন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ২ নং খোন্তাকাটা ইউনিয়ন সভাপতি এইচ এম ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং মোঃ আসলাম হোসেন মৃধা’র সঞ্চালনায় ,, গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন , বাগেরহাট জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন শরণখোলা উপজেলা সভাপতি মাস্টার মোঃ রুহুল আমিন সরদার, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব খান, উপজেলা সেক্রেটারি জনাব ইব্রাহিম বিন আব্দুর রশিদ, বাগেরহাট জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহদী হাসান জুনায়েদ, সহ আরো অনেকে।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ১৭ বছর জাতির ঘাড়ে অবৈধভাবে চেপে থাকা স্বৈরশাসক,ছাত্র-জনতার গন অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনে ছাত্রদের কৃতিত্ব বেশি থাকায় জাতী কৃতজ্ঞ।এ আন্দোলন ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এই আন্দোলন দিয়ে রচিত হবে স্বৈরশাসক পতনের নতুন আর এক ইতিহাস। আওয়ামী স্বৈরশাসকের করুন পরিণতি থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শিক্ষা নেয়ার আহ্বান জানান বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মাহফুজুর রহমান বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কোন নৈরাজ্যবাদ নব্য স্বৈরাচারের হাতে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সকল আলেম-ওলামাদের সাথে নিয়ে ঐক্য মতের ভিত্তিতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..