বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল মতিন গ্রেপ্তার নড়াইলে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা ভালুকা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

মাহাবুব আলম রাহাত ভালুকা, ময়মনসিংহ
  • আপলোডের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন। এই ঘটনায় ভালুকা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) ময়মনসিংহের পাটগুদাম ব্রিজমোড় এলাকায় তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, যমুনা টেলিভিশনের সাংবাদিক হোসাইন শাহীদ ও দেলোয়ার হোসেন মোটরসাইকেলযোগে পূর্ব নির্ধারিত অ্যাসাইনমেন্টে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে, এতে মোটরসাইকেল আরোহীর সঙ্গে থাকা একজন বাইক থেকে পড়ে যায়।

ওই সময় কথা কাটাকাটির জেরে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল আরোহী পাথর তুলে

সাংবাদিক হোসাইন শাহীদকে মারতে উদ্যত হন। সহকর্মীকে বাঁচাতে গেলে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর চড়াও হন তারা। এসময় পাথর দিয়ে আঘাত করলে হাত ভেঙে যায় ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের।  পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলায় কর্তব্যরত গণমাধ্যমকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। পরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী এক জনকে আটক করে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..