বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন , ই-পেপার

কিশোরগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

সোমবার (১৪ জুন) উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-১৪ এর, কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান জানান, একটি চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশেপাশের জেলাগুলোতে কেনাবেচা করছে। গোপনে খবর পেয়ে সোমবার সকাল ৯ টার দিকে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় দাড়িয়াকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাড়ি থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।

এ ঘটনায় কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..