শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

মধুখালীতে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
 সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে  উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন  কর্মসূচী যথাযথ মর্যাদায়  উদযাপিত হয়েছে। ২৬মার্চ প্রত্যুষে  মধুখালী থানায় ২১বার তোপরধ্বনির  মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয় ।
২৬ মার্চ বুধবার সকাল সাড়ে ৮টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বঙ্গবন্ধু ম্যুরালে ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদস্য এবং মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রীর পক্ষে উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের  পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন। পর্যায়ক্রমে  মধুখালী থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, মধুখালী পৌরসভা, পৌর আওয়ামীলীগ, কৃষকলীগ ,ছাত্রলীগ, সরকারী আইনউদ্দিন কলেজ, বীরমুক্তিযোদ্ধা, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্স, সাব রেজিস্ট্রি অফিস, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি মধুখালী জোনাল অফিস, ওজোপাডিকো সহ বিভিন্ন  সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে  বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মোরশেদা আক্তার মিনাসহ মুক্তিযোদ্ধাগণ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় উপজেলা আধুনিক মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের  পরিবারের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ আনীকের সভাপতিাত্ব জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক  আলোচনা ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময়  অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মোরশেদা আক্তার মিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, সাবেক  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম ভুইয়া, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী  হোসেনসহ প্রমুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা। মধুখালী পাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মহান স্বাধীনতার বিভিন্ন  অনুষ্ঠান শুরুতেই বীরমুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠান স্থল ত্যাগ করেন। অনুষ্ঠান স্থলে সাংবাদিকদের কোন আসন না থাকায় স্থানীয় সাংবাদিকগণ ক্ষোভ প্রকাশ করেন। আধুনিক  মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও মৃত বীরমুক্তিযোদ্ধার পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে  প্রশাসনের উপহার সামগ্রী পছন্দ না হওয়ায় বীরমুক্তিযোদ্ধাগণ ক্ষোভ প্রকাশ করেন। বীরমুক্তিযোদ্ধাদের মহান স্বাধীনতাা দিবস অনুষ্ঠান ত্যাগ ও সাংবাদিকদের আসন বিন্যাসের  বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার মামনুন  আহমেদ অনেক এর  কাছে জানতে চাইলে তিনি জানান এ বিষয়টি  আমি অবগত নই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..