বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নে নরসিংদী জেলার শ্রেষ্ঠ এস আই ( নি:) ইউসুফ আহম্মেদ। মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গনসংযোগ ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম সাবেক সেনা সদস্যের স্ত্রী ও মেয়েকে জবাই করে হত্যা, ৩০ ভরি স্বর্ণ লুট ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল করল সরকার

ঈদগাঁও গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দোকান পুড়ে ছারখার।

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও গরুবাজার  নামক স্থানে গ্যাস সিলিন্ডার  থেকে আগুন লেগে দুইটি দোকান ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২.৩০ নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় পুড়ে যাওয়া  দোকান ঘর দুটি শাহজাহান নামের এক ব্যক্তির । আরো জানা যায় দোকান ঘরগুলো মধ্যে একটি হলো বেড়িং এর দোকান এবং অপরটি টং দোকান।

এই অগ্নিকাণ্ড ঘটার পরপরই পুরো  স্টেশন জুড়ে জ্যাম হয়ে যায়। পরবর্তীতে ঈদগাঁও ট্রাফিক জোনের পুলিশ এবং ঈদগাহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জ্যাম নিয়ন্ত্রণ আনে।

দোকানের মালিক জানান, “ইফতার সামগ্রী তৈরি করার জন্য যখন তিনি চুলায় আগুন দেন ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। “

 

প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ রোহান জানান,

“ঈদগাঁওতে একটি ফায়ার স্টেশন না থাকার কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে ঈদগাঁও উপজেলাবাসী। যদি ঈদগাঁওতে একটি ফায়ার স্টেশন থাকতো তাহলে দুর্ভাগ্যবশত  যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার ক্ষতিপূরণ অনেকাংশে কমিয়ে আনা যেত। “

 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামু ফায়ার সার্ভিসের একটি টিম।

রামু ফায়ার সার্ভিসের টিম লিডার সুমেন বড়ুয়া প্রতিবেদককে জানান,

“খবর পাওয়ার ২৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। “

 

সরজমিন পর্যবেক্ষণ করে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানের সামনে রয়েছে একটি বিশাল গাছ। সেই গাছে বাসা বেধেছিল শালিক পাখির দল।

অগ্নিকাণ্ডের ঘটনায় শালিক পাখির দুটি বাচ্চাও পুড়ে ছারখার হয়ে গিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..