শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের

ঈদগাঁও গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে দোকান পুড়ে ছারখার।

আনাছুল হক, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও গরুবাজার  নামক স্থানে গ্যাস সিলিন্ডার  থেকে আগুন লেগে দুইটি দোকান ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২.৩০ নাগাদ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় পুড়ে যাওয়া  দোকান ঘর দুটি শাহজাহান নামের এক ব্যক্তির । আরো জানা যায় দোকান ঘরগুলো মধ্যে একটি হলো বেড়িং এর দোকান এবং অপরটি টং দোকান।

এই অগ্নিকাণ্ড ঘটার পরপরই পুরো  স্টেশন জুড়ে জ্যাম হয়ে যায়। পরবর্তীতে ঈদগাঁও ট্রাফিক জোনের পুলিশ এবং ঈদগাহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জ্যাম নিয়ন্ত্রণ আনে।

দোকানের মালিক জানান, “ইফতার সামগ্রী তৈরি করার জন্য যখন তিনি চুলায় আগুন দেন ঠিক সেই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। “

 

প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ রোহান জানান,

“ঈদগাঁওতে একটি ফায়ার স্টেশন না থাকার কারণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছে ঈদগাঁও উপজেলাবাসী। যদি ঈদগাঁওতে একটি ফায়ার স্টেশন থাকতো তাহলে দুর্ভাগ্যবশত  যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার ক্ষতিপূরণ অনেকাংশে কমিয়ে আনা যেত। “

 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রামু ফায়ার সার্ভিসের একটি টিম।

রামু ফায়ার সার্ভিসের টিম লিডার সুমেন বড়ুয়া প্রতিবেদককে জানান,

“খবর পাওয়ার ২৫ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং স্থানীয়দের সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। “

 

সরজমিন পর্যবেক্ষণ করে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানের সামনে রয়েছে একটি বিশাল গাছ। সেই গাছে বাসা বেধেছিল শালিক পাখির দল।

অগ্নিকাণ্ডের ঘটনায় শালিক পাখির দুটি বাচ্চাও পুড়ে ছারখার হয়ে গিয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..