শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ অনুমোদন  আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে দৌলতখানে বিক্ষোভ চাঁদা না পেয়ে ট্রাকের মালামাল লুট,পৌর ছাত্রদলের আহ্বায়ক আটক পুলিশের ২৫২ এসআই অব্যাহতি.. স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেফতার শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বিক্ষোভ  কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সরকারি সা’দত কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
 রবিবার (১১ ফেব্রুয়ারি) সরকারি সা’দত কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল (সদর) ৫ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ শাজাহান আনসারী, উপস্থিত ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী (মজনু), অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহম্মেদ, এবং সরকারি সা’দত কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ শফিকুল ইসলাম ভূঁঞা। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলের শাখা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রদলের একাধিক নেতৃবৃন্দ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর অংশ হিসেবে গত ০৬ ফেব্রুয়ারি ২০০ মিটার, ৪০০ মিটার দৌড় ,উচ্চ লাফ, দীর্ঘ লাফ অনুষ্ঠিত হয়। ০৭ ফেব্রুয়ারি গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ (ছেলে ও মেয়ে) এবং মার্চপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। ১১ ফেব্রুয়ারি শুরুতেই বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বাঁধন সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সকল বিভাগ থেকে শিক্ষার্থীরা মার্চপাস্টে অংশগ্রহণ করেন। এরপর শুরু হয় ১০০ মিটার দৌড়, ৪×১০০ মিটার রিলে, যেমন খুশি তেমন সাজ (ছেলে ও মেয়ে), ১০০ মিটার দৌড় (স্বেচ্ছাসেবী সংগঠন – ছেলে ও মেয়ে) , ১০০ মিটার দৌড় (৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী – পুরুষ ও মহিলা), ১০০ মিটার দৌড় (ছাত্র নেত্রীবৃন্দ), লক্ষ্যভেদ (শিক্ষক – শিক্ষিকাবৃন্দ)।
উক্ত খেলাধুলা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ২০২৪ সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..