মাদকমুক্ত রোহিঙ্গা ক্যাম্প গড়তে মায়ানমারের জাতীয় খেলা “চেল্লুং” আয়োজন করেছে পানবাজার পুলিশ ক্যাম্প ৮ এপিবিএন।
সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় উখিয়ার বালুখালী ৯নাম্বার ক্যাম্প ভিত্তিক বিভিন্ন রোহিঙ্গা দলের অংশগ্রহণে এক বিশাল মাদক বিরোধী “চেল্লুং” খেলার আয়োজন করা হয়েছে। “মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মিয়ানমারের এই জাতীয় খেলা আয়োজন করা হয়। এই খেলায় ৯নাম্বার ক্যাম্পের যুব দলদের অংশগ্রহণের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণকে নিরুৎসাহিত করা ও খেলাধুলা কে উৎসাহিত করার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এপিবিএন।
উক্ত অনুষ্ঠানে বিপিএম (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বক্তব্যে বলেন, ” অলস মস্তিষ্ক শয়তানের বাসা খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে ক্যাম্প থাকে নিরাপদ। আমরা ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি, মাদক নির্মূলে যা করা দরকার তাই করে যাচ্ছি। এই প্রতিযোগিতা দুই দিনব্যাপী চলবে।
এসময় পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, ক্যাম্প কমান্ডার জনাব উক্য সিং, সহকারী ক্যাম্প কমান্ডার জনাব রসুল আহমদ নিজামীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।