সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মদনে যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ১৩ রেলস্টেশনের মধ্যে ৪টিই বন্ধ জুলাই যুদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জার: জামায়াত আমির খোকসা মাঠপাড়ার আলোকিত কান্ডের প্রধান আসামি রাহুল অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। জুলাই সনদের অঙ্গীকারনামায় যা যা আছে মূলত দুর্ঘটনার কারণেই সুব্রত চন্দ্র দাস নিহত হন মর্মে পুলিশের প্রেস রিলিজ। একজন গ্রেফতার। খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ ভোগান্তি ট্রেনের যাত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী এইচএসসিতে পাসের হারে ধস, কমেছে প্রায় ১৯ শতাংশ

নড়াইলে গাঁজার রাজা মিঠু ১ কেজি গাজা সহ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
 নড়াইলের কালিয়ায় ১ কেজি গাঁজাসহ হাবিবুর রহমান ওরফে মিঠু (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টা ১০মিনিটের দিকে কালিয়া থানার রঘুনাথপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। কালিয়া থানার চাচুড়ী ইউনিয়নের বনগ্রাম গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ফারুক হোসেন, এএসআই মোঃ আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১৭ ডিসেম্বর ভোর ৫টা ১০মিনিটের দিকে কালিয়া থানার রঘুনাথপুর গ্রামস্থ রঘুনাথপুর বাজারে মোঃ আনিসুর রহমানের ছেলে রাসেল ভূইয়ার রোহান মোবাইল সার্ভিস দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে হাবিবুর রহমান ওরফে মিঠুকে গ্রেফতার করে। এ সময় হাবিবুরের নিকট থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।
নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..