দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখান করেছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্রমঞ্চ। অবরোধের পাশাপাশি বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
তফসিল ঘোষণার পরপর পল্টন মোড়ে এক বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন তারা। মিছিলটি তোপখানা রোড থেকে বের হয়ে পল্টন মোড়ে আসলে পুলিশি বাধায় থেমে যায়।
এসময় গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে জোনায়েদ সাকি ও দলটির নেতারা সংক্ষিপ্ত সমাবেশে বলেন, এ একতরফা নির্বাচন তারা প্রত্যাখান করেছে পাশাপাশি তাদের আন্দোলন আরও জোরদার করা হবে। অবরোধের সঙ্গে কাল সকাল সন্ধ্যা হরতালও চলবে।
এছাড়া বাম গণতান্ত্রিক দল সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতালের ডাক দেন।